’
দেশবাসী শুনে অবাক হবেন, ক্ষুব্ধ হবেন— একটি তথাকথিত “জুলাই আন্দোলন” এখন পরিণত হয়েছে কোটি কোটি টাকা লুটপাটের উৎসে!
এই আন্দোলন কোনো মুক্তিযুদ্ধ না, কোনো গণঅভ্যুত্থান না—এটা ছিল বিদেশি অর্থায়নে ইউনূসের স্ক্রিপ্টে পরিচালিত রাজনৈতিক নাটক!
আর এই নাটকের কিছু পার্শ্ব-অভিনেতা এখন ‘শহীদ’ আর ‘আহত’ সাজিয়ে রাষ্ট্রীয় ফ্ল্যাট, মোটা অঙ্কের ভাতা ও নগদ টাকা লুটে নিচ্ছে।
তথ্য ফাঁস করেছে তাদের নিজেরাই — ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’!
তারা লিখিতভাবে সরকারকে জানিয়েছে:
“অনেকেই আহতই হয়নি, তারপরও ভুয়া মেডিক্যাল সার্টিফিকেট, ভুয়া ঠিকানা, ভুয়া এনআইডি, ভুয়া প্রতিবেদন ও রাজনৈতিক তদবির দিয়ে এমআইএস তালিকায় ঢুকে পড়েছে!”
এটাই প্রমাণ করে, এই তথাকথিত আন্দোলন ছিল রাষ্ট্রীয় প্রতারণার একটি নতুন মডেল।
প্রতারণার নীলনকশাঃ
1. ভুয়া ‘আহত’ সাজিয়ে ছবিতে ব্যান্ডেজ পরে অভিনয়
2. নকল মেডিক্যাল রিপোর্ট বানিয়ে সিভিল সার্জনের সিল জোগাড়
3. পকেটভর্তি সুপারিশনামা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ফাইল জমা’
4. আর শেষে পুরস্কার—১ হাজার ৩৫৫ স্কয়ার ফিটের বিলাসবহুল ফ্ল্যাট, ৩০ লাখ টাকা নগদ, মাসে মাসে ২০ হাজার টাকার শহীদ ভাতা!
বাংলাদেশ শহীদের রক্তে কেনা—এটা নাটকের মঞ্চ না
রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ‘কোটা শহীদদের’ জন্য নয়, যারা বুক দিয়ে দেশকে বাঁচিয়েছে—তাদের জন্য!