সংগ্রাম করেই দেশকে বাঁচাতে হবে-শেখ হাসিনা
জয় বাংলা রিপোর্ট
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা।তিনি বলেন, সংগ্রাম করেই দেশকে বাঁচাতে হবে।
গত জুন ২০২৫ই,পুর্ব লন্ডনের রয়েল রিজন্সি হলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতা,কর্মী উপস্থিত ছিলেন।
সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত নেতাকর্মীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও জয় শেখ হাসিনা শ্লোগানসহ শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ ধ্বানিতে হল ও হল প্রাঙ্গন মুখরিত করে তুলেন।
জননেত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, দেশে মব জাস্টিমের মাধ্যমে দরের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হয়রানি এবং গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে। এই অন্যায় আচরণের জন্য ড. ইউনুস দায়ী। একদিন জনতার আদালতে এর বিচার হবে। এছাড়া নেত্রী বলেন, যে যেখানে সম্ভব ইউনুসের ষড়যন্ত্রকে প্রতিহত করতে সোচ্চার হওয়ার আহবান জানান। দেশ ও জনগণকে বাঁচাতে সংগ্রাম ছাড়া বিকল্প নেই। সংগ্রাম করেই দেশকে বাঁচাতে হবে।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপিতি জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক পানিসম্পদ মন্ত্রী আবদুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রবাস কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ সহ যুক্তরাজ্য আওয়ামীলীগ, লন্ডন মহানগর আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সভাশেষে সঙ্গীত শিল্পী হিমাংশু গোস্বামীর নেতৃত্বে গণগঙ্গীত পরিবেশন করেন বিলেতের বাঙালি শিল্পীরা।