লন্ডন, ২৩ জুন ২০২৫: যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ট্রেজারি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তার ওপর আরোপিত অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি তার এক্স পোস্টে স্কাই নিউজের একটি প্রতিবেদন শেয়ার করে বলেছেন, “আমি এই ভিত্তিহীন অভিযোগগুলো পেছনে ফেলে এগিয়ে যেতে চাই।” তিনি বলেছেন আজ পর্যন্ত বাংলাদেশ সরকার কোন তথ্য উপাত্ত বা প্রমাণ হাজির করতে পারেনি।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এনেছে। এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের একটি আদালত তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে। তবে, টিউলিপ সিদ্দিক এই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি বাংলাদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট রাখেন না এবং এই অভিযোগের কোনো ভিত্তি নেই।
টিউলিপ সিদ্দিক, যিনি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নাতনি, তার এক্স পোস্টে আরও বলেছেন, “আমি আমার দায়িত্ব পালনে মনোযোগী থাকতে চাই এবং এই অভিযোগগুলো আমাকে বিচলিত করবে না।” তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে ট্রেজারি বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে তদন্ত জোরদার করেছে। তবে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই অভিযোগের কোনো নির্দিষ্ট প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি। স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা যুক্তরাজ্য ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযোগগুলো আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হতে পারে। তবে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই পদক্ষেপকে অনেকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন।
টিউলিপ সিদ্দিকের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে সোচ্চার হয়েছেন। তারা দাবি করছেন, তিনি একজন সৎ ও দায়িত্বশীল রাজনীতিবিদ, এবং এই অভিযোগ তাকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে।