রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কন্টেইনমেন্টের নিরাপত্তা ও দৃঢ়তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। রাশিয়ার রোসাটম জানায়, এই পরীক্ষায় কন্টেইনমেন্টের অভ্যন্তরীণ চাপ ও গ্যাসধারণ ক্ষমতা যাচাই করা হয়েছে, যা ভবিষ্যৎ দুর্ঘটনায় শেষ সুরক্ষা স্তর হিসেবে কাজ করবে।
কন্টেইনমেন্টটি শক্তিশালী কংক্রিট ও ইস্পাত দিয়ে তৈরি, যা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া রোধে সক্ষম। শিগগিরই ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে, যেখানে তাপ ও বাষ্প তৈরি করে নিরাপত্তা যাচাই করা হবে।
রোসাটম জানিয়েছে, এসব পরীক্ষায় কিছু শব্দ হতে পারে, তবে তা স্বাভাবিক এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই। ১,২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়েই প্রকল্পটি এগোচ্ছে।