বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, উগ্র-সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠীর প্রতিভূ ও পাকিস্তানের প্রেসক্রিপশনে পরিচালিত অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধের প্রতি সমগ্র জাতির অখণ্ড আবেগ ও অনুভূতিতে লাগাতার আঘাত করে যাচ্ছে। জনগণের ম্যান্ডেটবিহীন এই অবৈধ দখলদার গোষ্ঠী বাংলাদেশের জনগণের সম্মিলিত প্রয়াসে আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবকে ম্লান করার অপতৎপরতায় লিপ্ত। জোরপূর্বক ক্ষমতা দখল করে স্বৈরাচার ইউনূস গং সারা দেশে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল ভাস্কর্য ভেঙে ফেলে। দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী অপশক্তির যোগসাজশেই ফ্যাসিস্ট ইউনূস গং দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করে। ক্ষমতা দখলের পর থেকে তাদের অভিপ্রায় বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি মূলে আঘাত করা। সেই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ভূ-লুণ্ঠিত করা এবং সারা দেশে বিভিন্ন স্থানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত ও লাঞ্চিত করা হচ্ছে। এবার রাজধানীর বিজয় সরণিতে স্থাপিত ‘ মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ’ ভেঙে ফেলছে। এসব থেক স্পষ্ট বোঝা যায় যে, মহান মুক্তিযুদ্ধের সঙ্গে যা কিছু সংশ্লিষ্ট তাতেই এদের গাত্রদাহ। মূলত উগ্র-সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠীকে উস্কে দেওয়ার জন্য দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপাদানকে ধ্বংস করে চলেছে ফ্যাসিস্ট ইউনূস গং। পাশাপাশি পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট রাজনীতির ধারা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার অপচেষ্টাই এদের একমাত্র এজেন্ডা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিশ্বাস করি, সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা দেশবিরোধী ও গণবিরোধী এই অপশক্তিকে রুখে দিতে সক্ষম হব, ইনশাল্লাহ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।
তারিখ: ২৮ জুন ২০২৫