বিগত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে আড়ালে দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের কক্ষপথ থেকে চ্যুত করার অপতৎপরতা চালায়।বিদেশি শক্তির সহায়তায় সুগভীর নীলনকশার মাধ্যমে তারা জনগণের একটা অংশকে বিভ্রান্ত করতে সফল হয়। ফলে এই দেশবিরোধী অপশক্তি উগ্র-জঙ্গিবাদী ও চিহ্নিত সন্ত্রাসীদের সহায়তায় জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পবিত্র সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে। ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অবৈধ দখলদাররা সারা দেশে মবের রাজত্ব কায়েম করে। যেটা অনেকে মবের মুল্লুক হিসেবে আখ্যায়িত করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। দেশের জনগণের নিরাপত্তা প্রদান তো দূরের কথা, বরং তাদের নাগরিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। জুলাই ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে আজ ধ্বংসের কিনারায় দেখে এই আন্দোলনে সম্পৃক্ত অনেকেই বুঝতে পেরেছে তারা প্রতারিত হয়েছে। তারা স্বীকারোক্তিও দিয়েছে যে তারা ভুল করেছিল। গত বছরের জুলাই ছিল প্রতারণার মাস। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস গংরা সেই ষড়যন্ত্র ও প্রতারণার বর্ষপূর্তি উপলক্ষে কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এ সকল কর্মসূচি জাতি ও রাষ্ট্র গঠনে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না। বরং জাতিকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। তাদের এ সকল কর্মসূচি দেশ ধ্বংসের কর্মসূচি। বাংলাদেশ আওয়ামী লীগ জাতিকে বিভক্তির এবং দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার লক্ষে নিম্নোক্ত দিবসসমূহ পালন ও সেই অনুযায়ী বিভিন্ন উপযোগী কর্মসূচি পালনের জন্য দলের সকলের নেতাকর্মী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে।
দিবসসমূহ:-
১৬ জুলাই:
জঙ্গি-সন্ত্রাস-ষড়যন্ত্র ও ফ্যাসিস্ট দিবস
৫ আগস্ট:
গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবস
৮ আগস্ট:
সংবিধান লঙ্ঘন ও কালো দিবস
মুক্তিযুদ্ধের আদর্শ এবং মানবিক-উদারনৈতিক-প্রগতিশীল চেতনার ভিত্তিতে দেশপ্রেমিক জনগণের ঐক্য গড়ে তোলা অতীব জরুরি। ত্রিশ লক্ষ শহিদের রক্তস্নাত আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে দেশবিরোধী এই অপশক্তির হাত থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করতে সক্ষম হব, ইনশাল্লাহ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।