এই কর আরোপের সিদ্ধান্ত হুট করে দেয়নি ট্রাম্প প্রশাসন। এটা আগে দিয়েছিল তারা। মাঝখানে ৯০ দিন স্থগিত রেখেছিল। তিন মাস সময় হাতে পাওয়া সত্ত্বেও কিছুই করেনি ইন্তেরিম।
এত বড় একটা দুর্যোগ সামনে থাকা সত্ত্বেও ইউনূসের ইন্তেরিম বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তারা মার্কিনিদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেনি।
দেশে ব্যস্ত থেকেছে লুটপাট, গ্রামীণের নামে ব্যবসা সম্প্রসারণ আর দলবল নিয়ে প্রমোদ ভ্রমণে।
