প্রতিদিন নতুন নতুন মিথ্যা সাজিয়ে, বিকৃত ইতিহাস ছড়িয়ে, যারা ভাবে বঙ্গবন্ধুর আদর্শকে মানুষ ভুলে যাবে—তারা চরম ভ্রান্তিতে আছেন।
কারণ মুজিব কেবল একজন মানুষ নন, তিনি একটি আদর্শ, একটি আন্দোলন, একটি জাতির পুনর্জন্ম।
তিনি শুধু স্বাধীনতার ঘোষক নন—তিনি স্বাধীনতার স্থপতি, যাঁর নেতৃত্ব ছাড়া এই লাল-সবুজের পতাকা কল্পনাও করা যেত না।
প্রপাগান্ডা একদিন থেমে যায়।
অপপ্রচার ধামাচাপা পড়ে ইতিহাসের ভারে।
কিন্তু মুজিবের আদর্শ প্রতিটি প্রজন্মের হৃদয়ে গেঁথে যায়।
আজ যারা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চায়, তারা ভুলে গেছে—
এই মাটির গন্ধেই মুজিব,
এই বাতাসে আজও বেজে উঠে তাঁর কণ্ঠ,
আর এই দেশের প্রতিটি অর্জনে আছে তাঁর স্পর্শ।
মুজিব মানে বাংলাদেশ।
আর বাংলাদেশকে কখনোই মুছে ফেলা যায় না। জয় বাংলা