।। হামিদ মোহাম্মদ।।
শেখ হাসিনার অডিও ফাঁস এবং প্রচার করে বিবিসি কিছু মানুষের বাহবা কুড়াচ্ছে, আবার কিছু মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। জানামতে, বিবিসি সাম্রাজ্যবাদের মদদপুষ্ট প্রতিষ্ঠান। বিভিন্ন সময় বিশ্বের নানা সংকটে সুবিধাবাদী অবস্থান নেয়ায় তার জুড়ি নেই। এবারও বাংলাদেশের রাজনৈতিক সংকটে সন্দেহজনক অবস্থান নিয়েছে। তার প্রমাণ,শেখ হাসিনার ফোনালাপের অডিও রেকর্ড ফাঁস করা। যারা মনে করেন দারুন করেছে বিবিসি, তাদের জন্য ইতিহাসকে মনে করিয়ে দিতে চাই।
১. শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকাকালে ২০২৪এর জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলনকারিদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন।নিদের্শের অডিও রেকর্ড ফাঁস করা হয়েছে।যদিও যথেষ্ট প্রমাণ নেই,২০১৬ সালের হলি আর্টিজানে‘জঙ্গি’দের ঘটনা বলে অনুমিত। হলি আর্টিজানের হউক আর ২০২৪ জুলাইয়ে হউক এই নির্দেশ তো তাঁর দায়িত্বপালনের অংশ। তিনি দেশ, জাতি ও জাতীয় সম্পদ রক্ষার শপথ নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন। জানমাল ক্ষতির কোনো মুহূর্তে তিনি এই নির্দেশ দিতেই পারেন। এটা তাঁর শপথের অংশ। না-দিলে শপথভঙ্গের অপরাধে অপরাধী হতেন তিনি। কিন্তু সেনাবাহিনি তাঁদের শপথ রক্ষা করেনি। সেনাবাহিনি বেঈমানী করেছে, এটা-ই প্রমাণিত তো সত্য।
২. ইতিহাসে যারা এই রকম বেঈমানী করে বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির ক্ষতি করেছে তার কয়েকটি উদহরণ দিচ্ছি।
ক. প্রথমেই আমাদের দেশের উদাহরণ দিচ্ছি। ১৭৫৭ সালে বাংলার নবাব সিরাজ উদ-দৌলার আদেশ অমান্য বা বেঈমানী করে ইংরেজদের ষড়যন্ত্রের পা দিয়ে প্রধান সেনাপতি মীরজাফর যুদ্ধে তার সেনাবাহিনিকে বিরত রাখে। নবাব পরাজিত হন। এতে প্রায় ২শ বছর উপমহাদেশ ব্রিটিশ উপনিবেশ হয়ে পরাধীন থেকেছিল। এ জন্য মীরজাফর ইতিহাসে ঘৃণিত ব্যক্তি, পরাজিত হয়ে জীবন বিসর্জন দিলেও সিরাজ নন্দিত ইতিহাসে বীরপুরুষ।
খ. গত শতাব্দীর নব্বই দশকে সাম্রাজ্যবাদী চক্রান্তে সোভিয়েত ইউনিয়নের পতন হয়। সোভিয়েতভুক্ত দেশসমূহ ও রাশিয়ায় সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে সোভিয়েত জনগণের একাংশ আন্দোলনে নামে। আন্দোলন ব্যাপক আকার ধারণ করলে তখনকার সোভিয়তে প্রেসিডেন্ট গর্বাচভ সেনাবাহিনিকে আন্দোলন দমাতে গুলির আদেশ দেওয়া থেকে বিরত থাকেন। যার পরিণতি সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়েছে। সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র সফল হয়েছে। সাম্রাজ্যবাদীদের আধিপত্য এখন বিশ্বে এক চেটিয়া। অন্যদিকে, সোভিয়েত ইউনিয়নকে ভাঙার জন্য গর্বাচভ ইতিহাসে বিলীন হয়ে গেছেন। এর পরণতি মার্কিন ও তার মিত্র সাম্রাজ্যবাদী শক্তি ইরাক, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া, ইরান, প্যালেস্টাইনসহ ক্ষুদ্র ক্ষুদ্র দেশ ও জাতিসমূহকে ধ্বংস করছে ও এদেশগুলোতে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে অবিরাম লিপ্ত। বাংলাদেশসহ আরো বিভিন্ন দেশে থাবা মেলে আছে ছোঁ মারার জন্য।
৩.আর যারা শপথ ভঙ্গ করেননি, দেশবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করেছেন তাদের উদাহরণ দিচ্ছি।
ক. আশির দশকের শেষ পর্যায়ে চীনে ছাত্রবিক্ষোভে ‘তিয়ানম্যান স্কয়ারে’ দেশবিরোধী ষড়যন্ত্রকে দমণে নিরাপত্তাবাহিনি সরকারের নির্দেশে গুলি করে এবং এতে প্রায় ১০হাজার বিক্ষোভকারী ছাত্র নিহত হয়। সময়ের বিচারে এই ষড়যন্ত্রকে প্রতিহত করার ফলাফল চীন এখন বিশ্বে বড় অর্থনৈতিক শক্তি।যদি তখন ষড়যন্ত্রকে নস্যাত করা না-হতো, তবে সাম্রাজ্যবাদীরা সফল হতো এবং চীন জনসংখ্যার ভারে বিপর্যস্ত একটি গরীব দেশ-ই থাকতো। এরকম আরো বহু উদাহরণ বিশ্ব-ইতিহাসে রয়েছে।
উপসংহারে বলতে চাই, শেখ হাসিনা শপথ ভঙ্গ করেননি, সেনাবিহিনি শপথ ভঙ্গ করে বাংলাদেশকে ‘জঙ্গি’দের হাতে তুলে দিয়েছে।তিনি যদি তার শপথে অটল থাকতেন, তবে কোনো লোক রাস্তায় নামতো না, জানের ভয় সবার আছে।৩ আগষ্টই ওয়াকার তার শপথ ভঙ্গ করেন। ৫ আগস্ট দেশকে জঙ্গীদের হাতে তুলে দেওয়া ও শেখ হাসিনাকে বাঁচানোর মঞ্চস্থ-করা নাটকের নায়ক সেনাপ্রধান ওয়াকার। জঙ্গীদের ষড়যন্ত্রের শিকার হয়ে সেনাবাহিনি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সেকুলার দেশকে ‘জঙ্গি’রাষ্ট্রে রূপান্তরিত করার অপরাধে অপরাধী। এজন্য, বিবেকবান মানুষের মতে, মেটিকুলাস ডিজাইনের নায়ক ইউনুস ও ওয়াকার ইতিহাসের বিচারে একদিন হবে নিন্দিত ব্যক্তি তথা মীরজাফর। আর শেথ হাসিনা হবেন সিরাজ উদ-দৌলার মতো নন্দিত মহান একজন।
আজকে যা কৌতুহলোদ্দীপক, তা ইতিহাসে মন্দ বার্তা বহন করবে একদিন। বিবিসির অবস্থান কী, তার জন্য অপেক্ষা করতে হবে ইতিহাসের পাতায়। অপপ্রচার সব সময়ই ইতিহাসে দেরীতে সাক্ষ্য দেয়।
Audio leak proves Sheikh Hasina did not break her oath
.. Hamid Mohammad..
By leaking and broadcasting Sheikh Hasina’s audio, BBC is winning the admiration of some people, while raising questions in the minds of others. As far as we know, BBC is an institution supported by imperialism. It has no equal in taking opportunistic positions in various crises around the world. This time too, it has taken a dubious position in the political crisis of Bangladesh. The proof of this is the leaking of the audio record of Sheikh Hasina’s phone conversation. For those who think BBC has done a great job, I would like to remind them of history.
1. Sheikh Hasina was the Prime Minister of Bangladesh. While in office, she ordered the shooting of anti-government protesters in July 2024. An audio recording of the order has been leaked. Although there is not enough evidence, it is believed that the incident of ‘militants’ in the 2016 Holey Artisan incident was the result of her orders. Whether it was in the Holey Artisan incident or in July 2024, this order is part of her duty. She took the responsibility of the head of government with an oath to protect the country, the nation and national resources. She can give this order at any moment of loss of life and property.
This is part of his oath. If he did not, he would have been guilty of breaking his oath. But the army did not keep their oath. The army was dishonest, this is proven to be true.
2. I will give some examples of those who have caused damage to various countries and nations of the world by such dishonesty in history.
A. First, I will give an example of our country. In 1757, the chief commander Mir Jafar, by disobeying or being dishonest with the orders of the Nawab of Bengal, Siraj ud-Daulah, played into the British conspiracy and stopped his army from fighting. The Nawab was defeated.
In this, the subcontinent remained a British colony for almost 200 years. For this reason, Mir Jafar is a hated person in history, and Siraj is a hero in history, even though he sacrificed his life after being defeated.
B. In the nineties of the last century, the Soviet Union collapsed due to imperialist conspiracy. A section of the Soviet people in the Soviet countries and Russia fell into the trap of imperialist conspiracy and started a movement.
When the movement became widespread, the then Soviet President Gorbachev refrained from ordering the army to fire to suppress the movement. As a result, the Soviet Union broke into pieces. The imperialist conspiracy succeeded. The dominance of the imperialists is now a disgrace in the world. On the other hand, Gorbachev has disappeared into history for breaking the Soviet Union.
As a result, the US and its allied imperialist powers are destroying small countries and nations including Iraq, Libya, Yemen, Syria, Iran, Palestine and are constantly involved in committing crimes against humanity in these countries. They have their paws outstretched to attack various countries including Bangladesh.
3 . And I am giving examples of those who did not break their oath and resisted the anti-national conspiracy.
A. In the late 1980s, during the student protests in China, the security forces fired on the government’s orders to suppress the anti-national conspiracy in Tiananmen Square, and about 10,000 protesting students were killed. In time, the result of thwarting this conspiracy is that China is now a major economic power in the world. If the conspiracy had not been thwarted then, the imperialists would have succeeded and China would have remained a poor country overwhelmed by its population. There are many more such examples in world history.
In conclusion, Sheikh Hasina did not break her oath, she broke her oath without the army and handed Bangladesh over to the ‘militants’. If she had stuck to her oath, no one would have taken to the streets, everyone is afraid of death. WAKAR broke his oath on August.3. On August 5, the hero of the drama that was staged to hand over the country to the militants and save Sheikh Hasina, is Army Chief Waqar.
The army, being a victim of the conspiracy of the militants, is guilty of transforming the secular country gained through the liberation war into a ‘militant’ state. Therefore, according to sensible people, Yunus and Waqar, the heroes of meticulous design, will one day be condemned in history as Mir Jafar. And Sheik Hasina will be a great person like Siraj ud-Daula.
What is interesting today will one day carry a bad message in history. What is the BBC’s position, we will have to wait in the pages of history. Propaganda always bears witness late in history.