‘গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর নামে জন্মায়, বঙ্গবন্ধুর নামে মরে’একথাটি সত্য প্রমাণিত করেছে ১৬ জুলাই। এনসিপির নেতারা যখন ঘোষণা দেয়,‘গোপালগঞ্জকে বিলুপ্ত ঘোষণা করা হলো, এবং শেখ মুজিবের কবর গুড়িয়ে দেয়া হবে।’ তখন গোপালগঞ্জের মানুষ আর ঘুমায়নি। গোপালগঞ্জের ৫টি উপজেলার মানুষ গোপালগঞ্জের সাথে সকল সড়কপথে গাছ কেটে ব্যারিকেট দেয়।গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়াকে সমগ্র দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ঘর থেকে বেরিয়ে আসে গোপালগঞ্জের মানুষ। পাহারা বসায় পথে পথে।লাঠি হাতে এক্ষুদে শিশুটি তার-ই প্রমাণ।