বুটের তলায় এখন বাংলাদেশ। গতকাল ১৬ জুলাই গোপালগঞ্জে এমন দৃশ্য ছিল হৃদয় কাঁপানো। এটা করেছে আমাদের প্রাণপ্রিয়বলা সেনাবাহিনি। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নিয়ে এমন প্রাণসংহারি দৃশ্য গোপালগঞ্জবাসী কেন, কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারেনি। তাই দেখা গেছে এক অবাককরা পরিস্থিতি।সেনা পাহারায় এনসিপিরা গোপালগঞ্জ থেকে পালিয়েছে। বুটের তলায় মরেও গোপালগঞ্জবাসী বঙ্গবঙ্ধুর মাটি থেকে তাড়িয়েছে নব্য রাজাকারদের।
১৬ জুলাই ২০২৫, গোপালগঞ্জ। ছবির এই ছেলেটির নাম ইমন তালুকদার, বয়স ১৮/১৯। পিতা আজাদ তালুকদার, বাড়ি গোপালগঞ্জ জেলার হরিদাসপুর ভ্যারার বাজার। সে হাড়ি পাতিলের দোকানে কাজ করতো। স্থানীয় সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার দিকে সে ছাত্রলীগ কর্মী অযুহাতে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে মারধর করে। পরে তারা তার বুকে, মুখে, গলায় সজোরে বুটের লাত্থি দিতে থাকে এবং রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সন্ধ্যার পরে তার লাশ পাওয়া যায় হাসপাতালে। এ সময় তার উরুতে একটি গুলির দাগ দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।