।। লাকী আকতার।।
জীবনে কোনদিন ভাবিনাই আমার প্রাণপ্রিয় কলেজ। আমার স্মৃতিমাখা কলেজ। যেখানে দুটো বছর আমি বিপুল আনন্দ নিয়ে পড়াশোনা করেছি। সে কলেজের নামে সাথে এরকম ট্রাজিক ইতিহাস লেখা হবে। স্কুলের কত বাচ্চা নিখোজ, কত জন মারা গেছে কিচ্ছু জানিনা। কত টিচার মারা গেছে। কত অভিভাবক মারা গেছে কিচ্ছু জানিনা। কোন কিছুতে মন দিতে পারতেছিনা। তথ্যের অবাধ সরবরাহ চাই। প্রকৃত মৃত, আহত সব তথ্য জানতে চাই। সব কিছু অসহ্য লাগতেছে। এমন মরার একটা দেশ…