প্রেমের টানে প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু স্ত্রীকে দেখতে গিয়েছিলেন বেলজিয়ামের এক যুবক। তবে সেখানে গিয়ে তিনি যে সত্যের মুখোমুখি হয়েছেন, তা ছিল চরম বিস্ময়ের। জানা গেছে, যাকে বিয়ের স্বপ্নে বিভোর হয়ে এতদূর পাড়ি দিয়েছেন সেই নারী আসলে বিবাহিত। আরও আশ্চর্যের বিষয় হলো যার সঙ্গে এতদিন কথা বলেছেন, প্রেম করেছে, তিনি ওই নারীই নন। অথচ ওই নারীর পরিচয়ে প্রতারণা করে মোটা অঙ্কের অর্থও (প্রায় ৩৫ হাজার ডলার) হাতিয়ে নিয়েছে এক প্রতারক।
সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এমন বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজ ও এনডিটিভির বরাতে জানা যায়, বেলজিয়ান ওই যুবকের নাম মিশেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সোফি ভুজেলো’ নামে এক নারীর সঙ্গে পরিচয় হয় তার। একসময় বন্ধুত্ব গড়ায় প্রেমে। সেই প্রেমের টানে ফ্রান্সের সিরেক এলাকায় সোফির বাসায় হাজির হন তিনি। কিন্তু সেখানে গিয়ে ঘোরতর প্রতারণার শিকার হন মিশেল।
বাসার দরজা খুলে যিনি নিজেকে পরিচয় দেন ‘সোফির স্বামী’ হিসেবে, তিনি ফাবিয়ান বুতামিন। তিনি নিজেই এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভিডিওটি রেকর্ড করছি কারণ একজন ব্যক্তি এসে বলছে সে আমার স্ত্রীর হবু স্বামী। অথচ আমি হচ্ছি তার স্বামী।’
ঘটনাস্থলে কিছুক্ষণ বিব্রতকর আলোচনা হয় দুজনের মধ্যে। পরে মিশেল বুঝতে পারেন, যাকে তিনি সোফি ভেবে এতদিন অনলাইনে প্রেম করে আসছিলেন, সেই আসলে এক প্রতারক। ভুয়া অ্যাকাউন্ট খুলে সোফির পরিচয় ব্যবহার করে প্রতারক ব্যক্তি তার কাছ থেকে প্রায় ৩৫ হাজার ডলারও হাতিয়ে নেয়।
পরে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় প্রকৃত সোফি ভুজেলো এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই ব্যক্তির জন্য আমি দুঃখিত। সবাইকে অনুরোধ করব, ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক থাকুন। প্রতারণা এড়াতে সবাইকে সচেতন করতেই আমি এই ভিডিওটি শেয়ার করছি।’