আগুনে পুড়ে ছাই হয়ে গেল শত শিশুর স্বপ্ন, তাদের ছোট্ট স্কুলব্যাগ, নতুন বই আর রঙিন জামা!
শোকে পাথর হয়ে গেল বাবা–মা, পুরো দেশ যখন চোখের জলে ভিজে যাচ্ছে — ঠিক সেই মুহূর্তেই ইউনুস হাসছে ক্যামেরার সামনে!
লাশের পাশে দাঁড়িয়ে চলছে ফটোসেশন, নির্বাচন আর দলে দলে সেলফি তোলার উৎসব!
কারো বুকের মানিক পুড়ে ছাই, আর এই নোংরা রাজনীতি আর মিডিয়ার রঙিন শো–রুমে পরিণত হলো সেই লাশগুলো!
এটাই ইউনুসের আসল রূপ — শত লাশও শুধুমাত্র PR কনটেন্ট, কান্না আর চিত্কারও শুধু ক্ষমতার খেলা!
এত লাশের মাঝেও ক্ষমতার হাসি, এত কান্নার মাঝেও ভোটের হিসাব!
বাংলার মানুষ! এই মুখোশ দেখে রাখুন, মনে রাখুন কে আসল স্বৈরাচার, কে মানুষের রক্ত দিয়ে নিজের ইমেজ বানায়!
ভুলে যাবেন না — আগুনে পুড়ল শিশু, আর ইউনুস ব্যস্ত রইল ফটোসেশনে আর উল্লাসে!
✊ প্রতিবাদ চালিয়ে যান! চোখ খুলে রাখুন
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।