।। মোহাম্মদ আলী আরাফাত।।
গণআন্দোলনে কোনো স্বৈরশাসকের পতন ঘটলে, সেই পতিত স্বৈরাচার আর ফিরে আসে না—এ কথাটি ঐতিহাসিকভাবে সত্য।
কিন্তু বাস্তবতা হলো—শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমেই প্রমাণিত হবে, না তিনি স্বৈরশাসক ছিলেন, না গণঅভ্যুত্থানের মাধ্যমে তাঁর পতন ঘটেছে।
এই কথাটি বলার কারণ হলো—যারা জননেত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার বলতে চান এবং গণআন্দোলনের মুখে তাঁর পতন ঘটেছে বলে দাবি করেন, তাদের বলি—শেখ হাসিনা কোনো বিবেচনাতেই স্বৈরাচার ছিলেন না। ফ্যাসিস্ট শাসক হওয়ার প্রশ্নই ওঠে না। রাজনীতি বিজ্ঞানের কোনো সংজ্ঞাতেই শেখ হাসিনাকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হিসেবে সংজ্ঞায়িত করার সুযোগ নেই।
কাজেই আপনারা নিশ্চিত থাকুন, শেখ হাসিনা ফিরবেন—শুধু ফিরবেন না, তিনি এদেশের জনগণের ভোটের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং এতেই প্রমাণিত হবে যে, শেখ হাসিনা প্রকৃত অর্থেই জননেত্রী এবং দেশরত্ন।
ষড়যন্ত্রকারীরা খুব ভালোভাবে জানেন এবং অন্যদেরকেও জানিয়ে রাখি—কোনো রকম গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতন ঘটেনি, বরং মুক্তিযুদ্ধবিরোধী, উগ্র সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী ও সাম্রাজ্যবাদী অপশক্তি ষড়যন্ত্রের মাধ্যমে ক্যু ঘটিয়ে তাঁকে ক্ষমতা থেকে সরানো হয়েছে।
অতএব, তিনি ফিরবেন, আবারও ফিরবেন—ইনশাআল্লাহ। জয় বাংলা।