ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ৩৯,৯৩২ জন। এরমধ্যে সর্বাধিক ভোটার রোকেয়া হলে ৫,৬৭৬ জন। নির্বাচান ৯ সেপ্টেম্বর।
বুধবার (৩০ জুলাই) নির্বাচনের তফশিল অনুযায়ী এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন।
এ খসড়া তালিকা প্রকাশ করেছে খসড়া ভোটার তালিকা হলগুলোর নোটিশ বোর্ডে এরই মধ্যে টাঙানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটেও তালিকা পাঠানো হয়েছে।
ভোটারদের মধ্যে ছাত্র রয়েছেন ২০,৯০৪ জন এবং ছাত্রী ১৯,০২৮ জন। মোট ভোটারের প্রায় ৫২% ছাত্র এবং ৪৭% ছাত্রী।
ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে ৫,৬৭৬ জন। এরপর রয়েছে কবি সুফিয়া কামাল হলে ৪,৪৯৫ জন, শামসুন নাহার হলে ৪,০৯৮ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে ২,৬৫১ জন এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২,১০৮ জন।
ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার জগন্নাথ হলে ২,২৫৪ জন। এরপর শহীদুল্লাহ হলে ২,০১৭ জন, বিজয় একাত্তর হলে ২,০১৩ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১,৯৬১ জন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,৭৩৫ জন, ফজলুল হক মুসলিম হলে ১,৭৭৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ১,৬০০ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১,৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে ১,৪৮০ জন, হাজী মুহাম্মদ মুহসীন হলে ১,৩৯৪ জন, অমর একুশে হলে ১,৩১৯ জন, কবি জসীমউদদীন হলে ১,২৯৮ জন এবং সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯ জন।
তফসিল অনুযায়ী, ভোটার তালিকা নিয়ে কেউ আপত্তি জানাতে চাইলে ৬ আগস্ট বিকেল ৪টার মধ্যে তা জমা দিতে হবে। আপত্তি যাচাই-বাছাই শেষে ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এছাড়া, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২০ আগস্ট এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট। প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৬ আগস্ট এবং ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।
৯ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ৯ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯শে জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ২য় তলার কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় ডাকসু’র সকল রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৩০শে জুলাই। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ করা হবে ৬ই আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১১ই আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ই আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৯শে আগস্ট বিকাল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২০শে আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১শে আগস্ট দুপুর ১টার মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫শে আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬শে আগস্ট বিকাল ৪টায়। সবশেষ, ভোটগ্রহণ করা হবে ৯ই সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। একইদিনে ফলাফল ঘোষণা করা হবে। হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং কেন্দ্রীয় ডাকসু সমন্বিতভাবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে ঘোষণা দেয়া হবে।
ইত্তেফাক/এমএএম