বাচিক শিল্পী মুনিরা পারভীন বিস্ময়কর এক কণ্ঠযোদ্ধা। আবৃত্তি সংগঠন ছান্দসিকের কর্ণধার। তিনি এমন এমন আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করেন, যা সত্যিকারের মানবযুদ্ধ-এর বার্তা দেন। ইতোপূর্বে আয়োজন করেছেন মহান মুক্তিযুদ্ধের বেদনদায়ক অধ্যায় নিয়ে ‘বীরাঙ্গনা কথা-মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য’। বাঙালির আবহমান ইতিহাসঐতিহ্যিক ‘উল্লাসে সংকটে‘ কবিতাপাঠ ও আবৃত্তি, আর্ন্তজাতিক আবৃত্তি উতসবসহ নানা দিগনির্দেশনামূলক ঐতিহাসিক আযোজন। এবাবের ব্যতিক্রমী আয়োজন করছেন সাউথ এন্ড সি সমুদ্র সৈকতে ‘কাব্য ছন্দে সৈকতে’ কবিতা পাঠ, আবৃত্তির প্রেম দ্রোহের যজ্ঞ। তিনি আমন্ত্রণ জানিয়েছে বিলাতের এক ঝাঁক কবি ও আবৃত্তিশিল্পীদের। তাঁর ফেইসবুক পেইজে লিখেছেন- ‘‘হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,/সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে’’/
‘কাব্য ছন্দে সৈকতে’
জীবনান্দ দাশের মতো কবিতার অন্তহীন পথে আমরাও হাঁটতে চাই। সম্মিলিতভাবে সৈকতে অবগাহন করতে চাই কবিতার শব্দসুধা। কথার ঢেউয়ে জাগরিত করতে চাই সময়কে। প্রেম, ভালোবাসা, দহন-দ্রোহ, সম্প্রীতি, মানবতা ও দেশাত্ববোধে- আমাদের কাব্যযাত্রায় পাশে পেতে চাই, কবিদের, বাচিক ভূবনের বাসিন্দাদের।
স্থান : সাউথ এন্ড অন সি সময় : 4.30pm তারিখ : ১০ আগস্ট ২০২৫,রবিবার
Place- Shoebury Common Beach SS3 9HGParking available.