জুলাই-আগস্টের সরকারবিরোধী দাঙ্গার এক বছর পূর্তি অনুষ্ঠানের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি প্রদর্শনীর আয়োজন করেছে গুপ্ত সংগঠন শিবির। এই প্রদর্শনীতে যুদ্ধপরাধের দায়ে দণ্ডিত ১৩ রাজাকারের ছবি সাঁটায় একাত্তরের ঘাতক ছাত্র সংঘ (বর্তমান নাম ছাত্র শিবির)।
তবে এই রাজাকার-প্রদর্শনী নিয়ে আপত্তি জানায় প্রগতিশীল ধারার রাজনীতি করা বাম ছাত্রসংগঠনগুলো। এ নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়।ঢাকাবিশ্ববিদ্যালয় ছাত্রইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসুর নেতৃত্বে বাম ছাত্রসংগঠনগুলোর ক্ষোভের মুখে ছাত্রশিবির টিএসসি ছেড়ে চলে যায়। এসময় শ্লোগান ওঠে ‘সবাই জানি আমরা জানি,জামায়ত শিবির পাকিস্তনি’সহ জামাত শিবির বিরোধী নানা শ্লোগান। মধ্যরাত পর্যন্ত টিএসসি দখলে রাখে বাম সংগঠনের ছাত্ররা। মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিক্ষোভের পর এসব ছবি নামিয়ে ফেলা হয়। সর্বশেষ জানা যায়, রাজাকারদের ছবিগুলো ছিড়ে নালায় ফেলে দেয় এই পক্ষ।
এ নিয়ে গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসী কর্মীরা টিএসসির ভেতরে বাম সংগঠনগুলোর বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এর প্রেক্ষিতে টিএসসি ঘিরে বাম নেতাকর্মীরাও অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থান বিরাজ করছিল।
তোপের মুখে মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম উপস্থিতিতে ছবিগুলো সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।বিক্ষুদ্ধ ছাত্ররা তখন পোস্টারসমূহ ছিঁড়ে ড্রেনে ফেলে দেয়।