বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, দেশি-বিদেশি কিছু সংবাদমাধ্যম ভারতের কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় খুলেছে মর্মে সংবাদ প্রকাশ করেছে। যা শতভাগ ভিত্তিহীন, মিথ্যাচার ও অপপ্রচার। এমনকি এ ধরনের সংবাদে সত্যতা নির্মাণে যে ধরনের সূত্র ব্যবহার করতে হয় সেই রকম কোনো বিশ্বাসযোগ্য প্রাথমিক সূত্রের মাধ্যমে যাচাই না করে সম্পূর্ণভাবে গুজবের উপর নির্ভরশীল হয়ে এই সংবাদ প্রচার করা হয়েছে।
আমরা প্রত্যক্ষ করছি যে, ভিত্তিহীন এই সংবাদের উপর ভিত্তি করে অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে গুজব ছড়ানো হচ্ছে। একদিকে এই অবৈধ দখলদাররা সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর, লুটপাট করেছে, কেন্দ্রীয় কার্যালয় অবৈধভাবে দখলের অপতৎপরতা চালাচ্ছে। আবার অন্যদিকে গুজব ছড়াচ্ছে যে, ভারতের কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় খুলেছে। ভারতের কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রশ্নই আসে না। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে। বাংলাদেশ আওয়ামী লীগের সবকিছু শতভাগ বাংলাদেশ কেন্দ্রিক। এই অবৈধ দখলদার সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সকল অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি সমগ্র বাংলাদেশকে অবরুদ্ধ করে রেখেছে। যে কারণে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগও দিচ্ছে না। তবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে অবরুদ্ধ বাংলাদেশকে মুক্ত করার পাশাপাশি নিজেদের দখলকৃত কার্যালয় দখলমুক্ত করবে বাংলাদেশ আওয়ামী লীগ, ইনশাল্লাহ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।তারিখ : ১০ আগস্ট ২০২৫