১৯৭৫ সালের আগস্ট— বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। বঙ্গবন্ধুকে হত্যার পর গড়ে ওঠে এক চরমপন্থী রাজনৈতিক গোষ্ঠী— ফ্রিডম পার্টি।তারা ১৯৭৬ সালে ঘোষণা দেয় —
যদি কেউ শোক দিবস পালন করে বা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে—তাকে কঠোরভাবে বাধা দেওয়া হবে।
এরপর শুরু হয় ভয় ও আতঙ্কের রাজত্ব।
বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বহু মানুষ নির্যাতনের শিকার হন।
বাংলার গ্রাম-শহর ভরে যায় ভীতির বাতাসে।
📍 তারপর আসে আরেকটি কালো অধ্যায় — জাতীয় চার নেতার মর্মান্তিক মৃত্যু।
জেলখানার ভেতরে ঘটে এই ঘটনার মাধ্যমে তারা চেয়েছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে দিতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে।
এই পরিকল্পনার পেছনে ছিল কর্নেল রশিদ ও কর্নেল ফারুক — যারা একসময় মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু পরে পথভ্রষ্ট হয়ে ইতিহাসের ভুল পাশে দাঁড়ান।
❓ আজ প্রশ্ন রয়ে গেছে —
কোথায় তারা এখন?
কোথায় সেই ফ্রিডম পার্টি?
ইতিহাস কি তাদের ক্ষমা করেছে?
প্রজন্মকে মনে রাখতে হবে—
যারা বঙ্গবন্ধুর আদর্শ ধ্বংস করতে চেয়েছিল, তারা বাংলাদেশের স্বপ্ন ও পরিচয়ের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিল।
আমাদের অঙ্গীকার — ন্যায় ও সত্যের ভিত্তিতে গড়া দেশ থেকে অন্ধকারের রাজত্ব চিরতরে বিদায় হবে।