দেশের বিভিন্ন আদালত এলাকায় বিএনপির সংগঠিত মব হামলার ঘটনা উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। মামলার সুষ্ঠু বিচার না হওয়া, বিচার ব্যবস্থায় অনিয়ম ও অবৈধ লেনদেনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির পথে। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি সাধারণ আদালত এলাকায় চাঁদা না দিলে প্রকাশ্যে মব লেলিয়ে দেওয়ার ঘটনায় দেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
২২ মে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজের ওপর মানিকগঞ্জ আদালত এলাকায় হামলা হয়। আদালত এলাকায় তার ওপর জুতা ও ডিম নিক্ষেপ করা হয়।
এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট ঢাকার আদালতে হাজির করা হলে সাবেক মন্ত্রী ড. দীপুমনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর হামলা হয়। তাদের আদালতে তুলে রিমান্ড মঞ্জুরের পর কারাগারে নেয়ার পথে আদালত এলাকাতেই তাদের ওপর একদল আইনজীবী হামলা করেন।