আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরাপত্তায় মাঠে থাকবে সেনাসহ প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশের জন্য থাকবে ৪০ হাজার বডি ক্যামেরা। তবুও সহিংসতা আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
পুলিশের হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন গড়ে ১১টি খুন হচ্ছে, থামছে না ছিনতাই ও ডাকাতি। পুলিশ প্রধানও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। গত বছরের আগস্ট থেকে এ বছরের জুন পর্যন্ত রাজনৈতিক সহিংসতার ৪৭১টি ঘটনায় ১২১ জন নিহত ও ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
রাষ্ট্রবিজ্ঞানী ও মানবাধিকার কর্মীরা বলছেন, এক বছরে আইনশৃঙ্খলায় তেমন উন্নতি হয়নি। সাংবাদিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও হামলার ঘটনা প্রমাণ করছে পরিস্থিতি এখনও নাজুক। নির্বাচনের তফসিল ঘোষণার পর সহিংসতা বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের।