ক্ষমতা দীর্ঘায়িত করার টালবাহানা বলে সন্দেহ করছেন বিশ্লেষকরা
নির্বাচন যদি বৈধ না হয়, তাহলে তা আয়োজনের কোনো অর্থ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান। এ মন্তব্যে ক্ষমতা দীর্ঘায়িত করার টালবাহানা বলে সন্দেহ করছেন বিশ্লেষকরা।
সিএনএ’র প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করার চেষ্টা করছে। এটি হবে দক্ষিণ এশিয়ার দেশটির প্রথম নির্বাচন, যার এক বছরেরও বেশি সময় আগে সহিংস বিক্ষোভের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যিনি এই সংস্কার তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সিএনএকে বলেন, ‘নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই।