।। মনজুরুল হক।।
‘রাজনৈতিক বোধহীন এনজিও ব্রেন আর ষোল বছরের বুভুক্ষু প্রতিশোধস্পৃহায় দাউ দাউ করে জ্বলতে থাকা বিএনপি নেতৃত্বের ব্রেনের কাছে সুস্থ রাজনৈতিক চিন্তা আশা করাটাই মূর্খতা।
◾️
বিএনপি কি মনে করে আজ ৩২ নম্বরে মামদোবাজী করতে গেল? আওয়ামী লীগ এসে শোক জানাতে পারলে তারা নৈতিকভাবে জয়ী হয়ে যাবে, সেই ভয়? দূরদর্শী প্রজ্ঞা থাকলে বুঝত; যেখানে লীগের সমর্থক দেখামাত্র গ্রেফতার, মামলা, জেল, জুলুম হচ্ছে, সেখানে লীগের সমর্থকরা বীরত্ব দেখাতে যাবে না।
◾️
এরা রাজনীতিটা সুস্থভাবে বুঝলে ৩২ নম্বরকে একটা সাদামাটা সরকারি বাড়ি হিসাবে দেখত। তাকে স্পেশাল পাহারা দিয়ে জিঘাংসা চরিতার্থ করার টুলস বানাত না। তা না করে শক্তি প্রদর্শন করে বরং আওয়ামী লীগের উপকারই করল।
◾️
যে কোনও গণতন্ত্রমনা মানুষ মাত্রই বলবে-কারও প্রতি শোক জানানো কিংবা সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার। ক্ষমতাবলে আপনি বাহ্যিক আনুষ্ঠানিকতা ঠেকাতে পারেন, কিন্তু মানুষের অন্তরে যা গেঁথে রয়েছে তাকে নির্মূল করতে পারেন না। যত বেশি সেই চেষ্টা করবেন তত বেশি ৩২ নম্বর, বঙ্গবন্ধু প্রাসঙ্গিক হতে থাকবে।
◾️
আজকে আরও একটি বিষয়ের সুরাহা হলো। তা হলো বিএনপি ধরেই নিয়েছে তারাই আগামীর শাসক দল। এতে করে আওয়ামী লীগের যে অংশ এখনও মনে করে বিএনপিকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি গড়ে তুলবে, তারা এবার কেবলা বদলে নিতে পারেন। বাংলাদেশে পিওর গণতান্ত্রিক শক্তি বলে কিছু নেই। যা আছে তা মৌলবাদ আশ্রিত ডান-বাম-মধ্যপন্থী কোলাবরেটর। পার্থক্য কেবল সাইজেঃ শ্যাশে-মিনি-রেগুলার-ফ্যামিলি-জ্যাম্বো।
◾️
এই বাড়িটিকে এখন ‘গ্রাউন্ড জিরো’ বানিয়ে সেখানে অন্য ভবন তুললে বা একটা পুকুর খুঁড়লেও ৩২ নম্বরকে মোছা যাবে না। ইতিহাস পর্দা সরিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা ইতিহাস বর্ণনা করতে থাকবে। ১৫ আগস্ট ২০২৫