।। জয় বাংলা প্রতিবেদন।।
বাংলদেশের ইতিহাসে মর্মান্তিক ঘটনা ১৫ আগস্ট। এদিনে লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে অনুষ্ঠিত হবে শোক সমাবেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবৃর রহমান এ দিন সপরিবারে শহীদ হন। কিছু বিভ্রান্ত সৈনিকের গুলিতে তিনি প্রাণ হারান। স্বাধীনতার শত্রু এবং দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার হন তিনি। তাকে চিরতরে সরিয়ে দেওয়ার এ ষড়যন্ত্রমূলক ঘটনার পরই বাংলাদেশের মুক্তিযুদ্ধের অর্জনকে পাল্টিয়ে দেওয়া হয়। পাক দালাল ও রাজাকারদের পুনর্বাসিত করা হয। বর্তমানেও জননেত্রী শেখ হাসিনাকে দেশছাড়া করেছে সেই পুরোনো শকুনরা।
জামায়াত-শিবির ও জঙ্গিদের দখলে বাংলাদেশ আবার ধুকছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধারণ করা মানুষ নির্যাতন ও হত্যার শিকার। বঙ্গবন্ধুভবন যেটি জাদুঘর হিসেবে সংরক্ষিত, সেটিও গুড়িয়ে দেওয়া হয়েছে।
এই চরম বিপর্যয়কর দিনে বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসও পালন করতে পারছে না সাধারণ মানুষ। শোকপ্রকাশ করাও অপরাধ।
দেশে বিদেশে বাঙা্লি যেখানেই আছে,সেখানেই জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাবে সংগ্রামী মানুষ। শেখ মুজিব মানেই সমগ্র বাংলাদেশ।