শোক কখনো শুধু কান্নায় শেষ হয় না শোকের আগুনে গড়ে ওঠে সংগ্রামের ইস্পাত কঠিন মনোবল। ১৫ আগস্টের বেদনাবিধুর সকাল আমাদের কাঁদিয়েছে, কিন্তু সেই শোকই আজ আমাদের অনুপ্রেরণা, আমাদের লড়াইয়ের প্রেরণা। আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, কিন্তু হারাইনি তাঁর স্বপ্ন, হারাইনি তাঁর অদম্য চেতনা।
বঙ্গবন্ধু ছিলেন শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি ছিলেন এ জাতির আত্মা, স্বাধীনতার নির্মাতা, রাজনীতির মহাকবি ও জীবনকবি। তাঁর নেতৃত্বে বাঙালি পেয়েছে মুক্তির স্বপ্নের মানচিত্র, তাঁর কণ্ঠে উচ্চারিত “জয় বাংলা” মুক্তিকামী মানুষের হৃদয়ে জাগিয়েছে সাহসের ঝড়। তাঁর অদম্য সাহসে শোষণ ও বঞ্চনার শেকল ছিঁড়ে বাঙালি দাঁড়িয়েছিল নিজের পায়ে।
আজ আবার সেই সময়ের মতোই, স্বাধীনতার শত্রুরা নতুন চেহারায় ফিরে এসে আমাদের অর্জনকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এই মুহূর্তে শেখ মুজিবের চেতনায় ফিরে আসাই একমাত্র পথ—যে চেতনা শিখিয়েছে শোককে শক্তিতে, আর শক্তিকে বিজয়ে রূপান্তরিত করতে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট, ধানমন্ডির ৩২ নম্বরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে হারিয়েছিলাম কেবল একজন নেতা নয় হারিয়েছিলাম স্বাধীনতার প্রতীক, বাঙালি জাতীয়তাবাদের স্থপতি, স্বপ্নের কারিগরকে। তবু ইতিহাস থেমে যায়নি। বঙ্গবন্ধুর আদর্শ এখনও কোটি মানুষের বুকের ভিতর মশাল হয়ে জ্বলে আছে।
আজ আমাদের অঙ্গীকার
শোককে শক্তিতে পরিণত করে, মুজিব চেতনার নতুন পথচলায় আমরা এগিয়ে যাবো।জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
“আমার অনেক কষ্টের টাকা, আমি দুই বছর ঢাকা শহরে রিকশা চালাই; শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি জন্যি এহানে আইছি,” বলেন মা*র*ধ*রে*র শিকার একজন।(আওয়ামীলীগ পেউজ থেকে)