দেশবাসী প্রত্যক্ষ করেছে যে, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্ন প্রতি শ্রদ্ধা নিবেদনের কোনো কর্মসূচি পালন করতে না দেওয়া হবে এবং করলে গ্রেফতার করা হবে মর্মে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং ঘোষণা দিয়েছিল। আর এই খুনি-ফ্যাসিস্ট গোষ্ঠীর অন্যায় ও অনৈতিক অবরোধের ফলে বঙ্গবন্ধুর প্রতি দেশের সর্বস্তরের জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের এক অভূতপূর্ব বিস্ফোরণ ঘটে। যে যেভাবে পেরেছে সেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। তন্মধ্যে নাম না জানা হুজুর, রিকশাওয়ালা ও অশীতিপর বৃদ্ধা সশরীরে ধানমন্ডির বত্রিশে এসেছিল বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। বঙ্গবন্ধুর প্রতি তাদের শ্রদ্ধা কোনো রাজনৈতিক নীতি বা কর্মসূচির অংশ না, বরং একদমই আদি, নিখাদ ও নিরেট। বঙ্গবন্ধুর প্রতি সাধারণ মানুষের এই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসার শক্তিকে ভয় পেয়েই অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং সেটাকে যে কোনো উপায়ে দমন করতে চায়। রাজধানীর বত্রিশ নম্বরে-সহ দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনে হামলা ও অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে আটককৃতদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।