একজন রিকশাচালক আজিজুর রহমান যার হৃদয়ে ছিল বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা। ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িটিতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার অপরাধে একজন সাধারণ রিকশাচালক আজিজুর রহমানের উপর মব সৃষ্টি করে গ্রেফতার করানো হয় এবং উপার্জনের মাধ্যমে সংসার চালানোর শেষ সম্বল রিকশাটিও ভেঙে ফেলা হয়..।
এই নির্মমতার বিরুদ্ধে দাড়াতে বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সেই রিকশাচালক আজিজুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো, আমরাও তোমাকে ভালোবাসবো।
কারণ, বঙ্গবন্ধুকে ভালোবাসা কখনো অপরাধ নয়—এটাই বাঙালির গৌরব।