।। ফারহান সাদিক।।
ষড়যন্ত্রকারীরা কখনও ইতিহাসের অংশ হয় না বরং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়…। বাংলাদেশের ইতিহাসে ডাকসু নেতৃত্ব ইতিহাসের অংশ। ৬৯’r গণ অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমদ যেমন ছিলেন ডাকসু ভিপি ঠিক তেমনি ৯০’র গণ অভ্যুত্থানের নায়ক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর ইতিহাসের বরপুত্রদের একজন। কিন্তু আওয়ামীলীগ সরকার উৎখাত করতে জুলাই ষড়যন্ত্র করেছে তাদের প্রথম সারির নেতারা চাইলে ডাকসু নির্বাচন করে ইতিহাসের অংশ হতে পারতো।
কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে…..
ষড়যন্ত্রকারীরা কখনই ইতিহাসের মহানায়ক হতে পারে না, প্রেক্ষাপট তাদের জাতীয় নেতা বানিয়েছে ক্ষণিকের জন্য। তাদের আকাশকুসুম স্বপ্ন এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ছাত্রসমাজ ও দেশের সাধারণ জনগণ বুঝতে শুরু করেছে।
দিনশেষে ঠিকই তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে ষড়যন্ত্রকারী খলনায়ক হিসেবে।