পূর্ব লন্ডনের শহীদ আলতাব আরী পার্কে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রবাসী সর্বস্তরের জনগণ। আজ ২৪ আগস্ট দুপুর ১২টায় তাঁর মরদেহ আলতাব আরী পার্কে আনা হয়। এখানে জাতীয় পতাকা আচ্ছাদিত কফিন শহীদবেদির সামনে যথাযথ সম্মানের সাথে রাখা হলে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান জানানো হয়। সালাম প্রদান করেন উপস্থিত মুক্তিযোদ্ধাবৃন্দ।
যুক্তরাজ্য আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং স্ম্মান জানান।
শ্রদ্ধা জ্ঞাপনের পর ব্রিকলেন মসজিদে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশনেন সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান ও মুসল্লীগন।
জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় পূর্ব লন্ডনের . . এবং যথাযথ সম্মান প্রর্দশনের মধ্য দিয়ে তাকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন রোগভোগের পর ২৩ আগষ্ট লন্ডনের একটি হাসপাতালে দেহ ত্যাগ করেন। ১৯৪১ সালে বরিশালে তিনি জন্মগ্রহণ করেন। য়াক দশক লন্ডনে অভিবাসী হন। প্রবাসে থাকাকালে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রামে তিনি সক্রিয় ভুমিকা পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এবং প্রবাসেও আর্ন্তজাতিক জনমত আদায়ে অবদান রাখেন।