।। তুষার গায়েন ।।
খুনিরা এসে সপ্রতিভ ভঙ্গিতে নিহতদের বলছে, “অনেক বছর হয়ে গেছে, এখন আর মনে কষ্ট-রাগ-দুঃখ পুষে রেখে কী হবে, মনটাকে বড় করো, আলিঙ্গন করো আমাদের সাথে !”
ধর্ষকরা এসে নিরপরাধ ভঙ্গিতে ধর্ষিতাদের বলছে, “অনেক বছর পার হয়ে গেলো, রাগ-অপমান-ঘৃণা মনে পুষে রেখে কী হবে, মনটাকে শান্ত করো, মহব্বত করো আমাদের সাথে !”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণের উদ্দেশে বলেছেন, “আপনারা আপনাদের হৃদয় পরিস্কার করুন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
পৃথিবীতে আর কোনো রাষ্ট্র আছে, যে দেশে পরাজিত শত্রুরা এসে বিজয়ী জাতির সাথে এমন ঔদ্ধত্যের সাথে কথা বলে?
৩০ লক্ষ মানুষকে হত্যা আর ২ লক্ষ নারীকে ধর্ষণ করা পাকমন্ত্রী নিজেদের ঘৃণ্য-নৃশংসতম অপরাধের জন্য ক্ষমা চাইতে আসেন নি, তার মনে নূন্যতম অনুশোচনা নেই; উল্টো বাংলাদেশিদের ক্ষমা চাইতে বলছেন। পৃথিবীতে জঙ্গি ও সন্ত্রাস উৎপাদনের ফ্যাক্টরি পাকিস্তান একটি ব্যর্থ ও পরিত্যক্ত রাষ্ট্র, যাদের মুদ্রার মূল্য বাংলাদেশের মুদ্রার অর্ধেক এবং যে দেশের বুদ্ধিজীবীরা তাঁদের একসময়ের প্রধানমন্ত্রীকে বলেছিলেন, “পাকিস্তানকে আপনি বাংলাদেশের মতো করে দিন”— সেই পরাজিত পাকিস্তানের এক মন্ত্রীর সাথে ইন্তেরিম সরকারের পারিষদবর্গ ভৃত্যের বিগলিত ভঙ্গিতে হৃদয় পরিস্কার করে কদম কদম বাড়ায়ে যাবার নসিহত করেছেন !