অসলো, নরওয়ে, ২৫ আগস্ট ২০২৫ (সোমবার): নরওয়ের রাজধানী অসলোতে প্রবাসী বাংলাদেশীরা নোবেল কমিটির নিকট স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার সকাল ১০টায় তাঁরা ‘নোবেল পিস সেন্টার’-এর নির্বাহী পরিচালকের নিকট এই স্মারকলিপি জমা দেন। একই দিন সকাল ১০টা ৩০ মিনিটে তাঁরা পৃথকভাবে ‘নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট’-এর চেয়ারম্যান ও পরিচালকের নিকটও স্মারকলিপি প্রদান করেন। অর্থাৎ একদিনে তিনটি ভিন্ন প্রতিষ্ঠানে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে দেশে হত্যা, সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন। তাঁর নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর আক্রমণ, হত্যাকাণ্ড, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুট, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, মন্দির ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরসহ মানবতাবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব অপরাধের বিস্তারিত তথ্য-প্রমাণও স্মারকলিপির সঙ্গে সংযুক্ত করা হয়।
প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান খান ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মিজানূর রহমান মজুমদার খোকন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সুইডেন আওয়ামী লীগের সভাপতি খালেদ চৌধুরী ও নেতা ড. হুমায়ন কবির, স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল সাফা, পোল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্নু মিয়া এবং নরওয়ে আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফ শামস প্রমুখ।