বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার পর থেকে দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তিদের পরিপুষ্ট করছে। সর্বত্র মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত, লাঞ্চিত করছে। বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধকে অপাঙক্তেয় ও ইতিহাস বিকৃত করার জঘন্য অপচেষ্টা করা হচ্ছে। আমাদের সুমহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সেরা গর্ব ও দম্ভের জায়গা। আর বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জীবন বাজি রেখে দেশমাতৃকার প্রয়োজনে তাঁরা ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশ লাইনচ্যুত হলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটা স্বাভাবিক।
সেই বেদনার জায়গা থেকে বীরোত্তম খেতাব প্রাপ্ত প্রবীণ মুক্তিযোদ্ধা, কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ হয়। এটা কোনো রাজনৈতিক সমাবেশ না। এখানে হয়তো বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে এবং এই আলোচনার অধিকার বীর মুক্তিযোদ্ধাদের চেয়ে আর কারো বেশি নেই। অথচ সেই সমাবেশ শেষে কোনো রাজনৈতিক কারণ ছাড়াই বিএনপির নেতাকর্মীরা এসব বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালায়। আমরা এই ন্যক্কারজনক মবসন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মনে করি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এই অপমান, লাঞ্চনা, গঞ্জনা দেশপ্রেমিক দেশবাসী মেনে নেবে না। সমগ্র জাতির আহত বিবেক একদিন এর জবাব দেবে, ইনশাল্লাহ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক