রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সাংবিধানিকভাবে অবৈধা আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আজ।
আজ ৩১শে আগস্ট রোববার, ধানমন্ডি ২৭ নম্বরে বিকেল ৩টার দিকে এ মিছিল শুরু হয়।
এ সময় মিছিল থেকে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’, ‘রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘মার্কিন দালাল ইউনূসের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এসমময় মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলের সংগঠক মাহবুব বলেন, ‘ইউনূস সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে বাঙালিকে মুক্ত করতে হবে। দখলদার গোষ্ঠী এই দেশকে ধ্বংস করে দিচ্ছে, তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আমাদের লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় মিছিল নিয়ে বের হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আজ বিকেল ৩টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগ একটি মিছিল করেছে বলে জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার পর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।
আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে উল্লেখ করে সাধারণ মানুষ উচ্ছ্বসিত প্রশংসা করেন নেতাকর্মীদের।
ষাটোর্ধ্ব বয়সী রিকশাচালক হাফিজ উল্লাহ এই প্রতিবেদকের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আওয়ামী লীগরে দাবায় রাখতে পারব না ইউনূস সরকার। অগো পাপ অনেক বাড়ছে। আল্লায় দিলে আওয়ামী লীগ ঘুইরা খাড়াইছে। এই দেশের মানুষ অহন বুঝতাছে তাগো লাইগা কে ভালা আছিলো।
একই ধরনের প্রতিক্রিয়া জানান পথচারী এবং হকারসহ সাধারণ মানুষ।