আমাদের মাতৃভূমি কি আজ নিরাপদে আছে? দেশের মানুষ কি নিরাপদে বসবাস করতে পারছে? উত্তর যদি না হয়, তাহলে আরেকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করুন- এদেশের সুখ-শান্তি-সমৃদ্ধি কেড়ে নিলো কে?
আমাদের জাতিগতভাবেই সেই দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে, কারণ দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে।জীবন একটাই, তাই এই একজীবনে স্বাধীনভাবে বাঁচাতে হবে। কতৃত্ববাদীরা একাত্তরেও বাঙালী জাতিকে জিম্মি করতে পারেনি। এরা আবারো আমাদের জিম্মি করতে চায়, একাত্তরকে বিকৃত করে আমাদের বিভ্রান্ত করতে চায়। জাতিগতভাবে আমরা শান্তি প্রিয়, তাই আমরা দেশের শান্তি বিনষ্টকারী কোন উচ্ছৃঙ্খল মবের হাতে বারবার আমাদের জীবন বিপন্ন হতে দিতে পারিনা।
এবারের সংগ্রাম জাতিগত নিরাপত্তা বিধানের মাধ্যমে মানবতা ও সাম্যের অধিকার বাস্তবায়নের। বাঁচতে হলে আগে দেশ রক্ষার লড়াইয়ে মাঠে নামতে হবে, দেশের উপর থেকে ষড়যন্ত্রীদের কালো ছায়া সরিয়ে ফেলতে পারলেই তবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, জনগন তার মুক্ত জীবনের আনন্দ ফিরে পাবে।( আওয়ামীলীগ পেইজ)