নেদারল্যান্ডসকে একপেশে ম্যাচে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকদের কোনো সুযোগই দিল না টাইগাররা। বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই দাপট দেখিয়ে নেদারল্যান্ডসকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে তারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। নাসুম আহমেদের ঘূর্ণি, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের গতিতে দিশেহারা হয়ে যায় ডাচরা। তাদের কোনো ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেননি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান করেন বিক্রমজিৎ সিং। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস।
বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন নাসুম আহমেদ। মাত্র ২১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। এছাড়া, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানও ২টি করে উইকেট লাভ করেন। তানজিম হাসান সাকিব এবং মেহেদি হাসান ১টি করে উইকেট নেন।
জবাবে, ১০৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম ঝোড়ো শুরু করেন। প্রথম উইকেটে তারা ৪০ রানের জুটি গড়েন। ইমন ২৩ রান করে আউট হলেও, তামিম নিজের ফর্ম ধরে রেখে অপরাজিত থাকেন। তিনি মাত্র ৪০ বলে ৭টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
তামিমের সাথে যোগ দেন অধিনায়ক লিটন দাস। তিনি ১৮ রান করে অপরাজিত থাকেন। দুই ব্যাটসম্যানের অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ১৩.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তাদের দাপুটে জয়ে ৪১ বল বাকি থাকতেই ৯ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে টাইগাররা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।