লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন প্রবাসীরা। উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটি অনুষ্ঠানে অংশ নেন। উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল চারটায় ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে।
মাহফুজ সেমিনার থেকে বের হয়ে স্থানত্যাগ করার সময় রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন উপস্থিত জনতা। গাড়ি বহরে ডিম নিক্ষেপ করে।এর আগে সেমিনার স্থলের বাইরে বিক্ষুদ্ধ প্রবাসীরা প্রধান ফটকে অবস্থান নেওয়ায় পেছনের গেইট দিয়ে মাহফুজসহ সেমিনারে অংশগ্রহণকারিরা প্রবশে করেন।সোয়াসের পাশের রাসেল স্কয়ারের খোলা এলাকায় মাহফুজের সহযোগী একজনকে জনতা লাত্থি, কিলঘুষি দিতে দেখা যায়। ব্রিটিশ পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে বিক্ষুদ্ধ জনতার কবল থেকে ঐ ব্যক্তি উদ্ধার করে এলাকা ছাড়া করে দেয়। এ সময় চোর চোর ধ্বনি শোনা যায়। জয় বাংলা শ্লোগান দেন বিক্ষুদ্ধ প্রবাসীরা। ব্রিটিশ পুলিশ ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সহায়তায় মাহফুজ আলম স্থান ত্যাগ করে।