জাতিরপিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে বুঝতে পেরেছিলেন বাংলাদেশ স্বাধনি হবে একদিন। তা খুব বেশিদিন দেরী হবে না। বিষয়টি একটি বইয়ে স্মৃতিচারণ করেন শেখ হাসিনা।
আব্বা আমাকে বলেছিলেন, “তোর ছেলে স্বাধীন দেশের নাগরিক হবে। তোদের ছেলের নাম রাখবি জয়।”
– শেখ হাসিনা
১৯৭১ সালের জুলাই মাস। ধানমন্ডি ১৮ নং সড়কের এক তলা একটা ছােট বাড়ি। এই বাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনী বন্দী করে রেখেছিল আমার মাকে। সাথে জামাল, রেহানা, রাসেল। আমি ও আমার স্বামী, খােকা কাকা, চাচী ও তাদের ছেলে। আমি সন্তানসম্ভাবনা। মার্চ মাসের ২৩ তারিখ আব্বা যে দিন পতাকা তুললেন নিজের হাতে, সেদিন আমাকে বললেন, “তোর ছেলে স্বাধীন দেশের নাগরিক হবে। তাের ছেলের নাম রাখবি জয়। জয় তখন চার মাসের পেটে। প্রথম সন্তান আমার কোলে আসবে। মাতৃত্বের প্রথম স্বাদ পেতে যাচ্ছি। সে এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না।
সূত্র : শেখ হাসিনা রচনাসমগ্র- ২ প্রবন্ধ : আমি মাপৃষ্ঠা : ৩৭৭