“৫ আগস্টের পর আমরা দেখতেছি দারিদ্র্যতার হার বিপুল পরিমাণ বাইড়া গেছে” – ইউনূস স্বৈরশাসনে ভুক্তভোগী জনতা।
স্থানীয়রা বলছেন, এ সন্ত্রাস একদিনে তৈরি হয়নি। গত এক বছর ধরে তারা এলাকায় দাপট দেখিয়ে আসছে। কিন্তু কেন তাদের এত সাহস? কেন আইনশৃঙ্খলা বাহিনী নীরব? এই প্রশ্ন এখন শুধু কলেজপাড়ার নয়, পুরো দেশের। তারা শুধু কলেজপাড়ায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। তাদের লক্ষ্য একটাই—অস্থিরতা সৃষ্টি করা, মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়া, এবং ইউনুসের গদি শক্ত রাখা।
বাংলাদেশে মবের ঘটনা শুধু বিশৃঙ্খলা নয়; বরং তা রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে। মানবাধিকার সংস্থা- মানাবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, ইউনূস সরকারের অধীনে গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা আগের মাসের তুলনায় বেড়েছে, কিন্তু এই সহিংসতার অনেকটাই মবের আড়ালে রাজনৈতিক ও উগ্রপন্থীদের হামলা। বিশ্লেষকেরা বলছেন, এটি শুধুমাত্র নাগরিকদের নিরাপত্তা বিপন্ন করছে না, বরং সরকারের রাজনৈতিক ও নৈতিক দায়ও লোপ পাচ্ছে।