বিলাত সফরকালে চিত্রশিল্পী তারেক আমিন ড: মঞ্জু ইসলামের বাড়িতে আতিথ্যগ্রহণ করেছিলেন। মনজু ইসলাম ব্রিটেনে অন্যতম বাঙালি লেখক ও শিক্ষাবিদ।তারেক আমিন লিখেন–তাঁর সঙ্গে পরিচিত হওয়া আমার জন্য বিশেষ সম্মানের ও গৌরবের। কিছুদিন আগে তাঁর বাড়িতে আতিথ্য গ্রহনের সু্যোগ হয়েছিল। তাঁর বাড়িতে প্রবেশের মূল সড়কের দৃশ্য এটি। ছবিটি মঞ্জু ভাইয়ের বিশেষ ভালো লেগেছে। আজ থেকে এটি তাঁর বাড়ির দেয়ালে স্থায়ী হতে যাচ্ছে। আমার প্রদর্শনীতে মঞ্জু ভাইয়ের সমর্থন ও ভালোবাসা আমাকে ঋনী করেছে।
তিনি বাংলাদেশে জন্মেছেন। কিশোরগঞ্জের হাওরের ঢেউ তাঁকে তাড়িত করে। বাউল আব্দুল করিমের গান ভালোবাসেন। ভালোবাসেন লালন, হাসন, রাধারমন প্রমূখ সহজিয়া মহাজনের গানও।
আমরা বহুজনকে বাড়িতে নিমন্ত্রণ বা দাওয়াত দিয়ে নানান ধরনের মজাদার খাবার খাইয়ে থাকি হরহামেশা। কিন্তু একজন কবি. লেখক বা শিল্পীকে আপ্যায়িত করলে কিভাবে যে ইতিহাস হয়ে ওঠে, এটার প্রমাণ মনজু ইসলামের বাড়িতে তারেক আমিনের উপস্থিতি। তারেক আমিন মনজু ইসলামের বাড়িতে প্রবেশের প্রধান সড়কটি তার তুলিতে এঁকে নেন মেধা মনন দিয়ে। আমরা কি ভবিতে পারি কখন কী যেন ইতিহাস হয়ে যায়। অবচেতনে অনেক কিছু সৃষ্টি হয়ে যায়।এটাই জীবন। একজন শিল্পী যে দিকে হাটেঁন সেদিকটিই শিল্প হয়ে যায়।
উল্লেখ্য, চিত্রশিল্পী তারেক আমিন সম্প্রতি বিলাত সফরে এসেছিলেন। বিলাতে কয়েকটি চিত্রপ্রদর্শনী করে গেলেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ শিল্পীর বাড়ি ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের মণ্ডলপুর।