।। শেখ আবদুল্লা।।
এদেশের আওয়ামী বিরোধী রাজনৈতিক দল ও ইন্টেরিমের ভারত বিরোধিতা কেবলই ভিত্তিহীন ফাঁকা আওয়াজ ও ভারতভীতির গুজব ছড়িয়ে জনসমর্থন আদায়ের নোংরা অপকৌশল, অপরাজনীতি; যার সাথে বাস্তবতার নূন্যতম সম্পর্ক নাই।
পূর্বের সকল চুক্তি বহাল, নতুন চুক্তি অনুমোদন, নতুন বিদ্যুৎ আমদানি চুক্তি, ২০০ রেলের বগি ক্রয়, বিপুল পরিমাণ চাল, পেঁয়াজ,আলু, কাঁচামরিচ আমদানি, দেশের অভ্যন্তরীণ মূল্যের প্রায় অর্ধেক দামে ১২০০ টন ইলিশ রপ্তানি, কোন ভারতীয়কে পুশব্যাক বা চাকুরিচ্যুত না করা (মূলত আসিফ নজরুল সাহেবের মিথ্যা বয়ান ছাড়া বাস্তবে ছিলোই না), আম উপহারসহ ভারতপ্রীতির এমন বহু উদাহরণ বিগত ১ বছরে সৃষ্টি করেছে।
জনগণ এখন বেশ বুঝতে পারছে, ভন্ডরা আগে ভারতের কাছে দেশ বিক্রির করুণ বেহালা বাজিয়ে এখন নিজেরাই ভারত প্রেমের তবলা ও ঢোল একত্রে বাজাচ্ছে। ইন্টেরিম আওয়ামী লীগ সরকারের চেয়েও অধিক হারে ভারত নির্ভরশীলতা দেখাচ্ছে!
স্লোগানটাও ‘দিল্লী না ঢাকা’ বদলে, ‘দিল্লী ও ঢাকা’ করা সময়ের ব্যাপার মাত্র!