বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলাচ্ছে, কিন্তু সেই বদল কীভাবে, কাদের জন্য সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখে পড়ে এক অদ্ভুত, এক অস্বস্তিকর ছবি। দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে হু হু করে – মাত্র তিন মাসে নতুন করে যোগ হয়েছে প্রায় ছয় হাজার কোটিপতি। কিন্তু এই কোটিপতিরা কারা? কীভাবে তাদের টাকা বাড়ছে? আর এই টাকার পাহাড় গড়ে উঠছে কীভাবে – এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, দেশের অর্থনীতির মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন এক শ্রেণির মানুষ, যাদের টাকা বাড়ার গতি সাধারণ মানুষের আয়-রোজগারের চেয়ে অনেক বেশি, অনেক দ্রুত। এই টাকা বাড়ার পেছনে আছে দুর্নীতি, আছে অবৈধ পথে অর্থ উপার্জনের নেটওয়ার্ক, আছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আর সবচেয়ে বড় কথা, আছে একটা অবৈধ সরকারের ছত্রছায়া, যারা দেশের সংবিধানকে পায়ের তলায় মাড়িয়ে ক্ষমতায় বসেছে।
গত মার্চ মাস পর্যন্ত দেশে কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টের সংখ্যা ছিল এক লাখ একুশ হাজার। মাত্র তিন মাস পর, জুন মাসে, সেই সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ সাতাশ হাজার। মানে, প্রতি মাসে গড়ে প্রায় দুই হাজার নতুন কোটিপতি তৈরি হয়েছে। কিন্তু এই কোটিপতিরা কীভাবে তৈরি হলেন? দেশের সাধারণ মানুষের আয় কি এতটা বেড়েছে? না, বরং সাধারণ মানুষের আয় কমেছে, বেকারত্ব বেড়েছে, দ্রব্যমূল্য আকাশছোঁয়া। তাহলে এই টাকা এল কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, দেশের ব্যাংকিং খাত, শেয়ারবাজার, সরকারি চুক্তি – সবখানেই দুর্নীতির ছড়াছড়ি। টাকা পাচার, অবৈধ লেনদেন, সরকারি টাকা আত্মসাৎ – এসবের মাধ্যমে এক শ্রেণির মানুষের টাকা বাড়ছে, আর সাধারণ মানুষের জীবনযাত্রার মান নেমে যাচ্ছে।
এই যে কোটিপতির সংখ্যা বাড়ছে, এই যে টাকার পাহাড় জমা হচ্ছে — এর পেছনে আছে একটা গভীর ষড়যন্ত্র। দেশের নির্বাচিত সরকারকে ক্যু করে ফেলে দিতে, অবৈধভাবে ক্ষমতা দখল করতে, দেশের সংবিধানকে লঙ্ঘন করতে — এই যে সবকিছু হয়েছে, তার পেছনেও ছিল এই অর্থের খেলা। বিদেশি রাষ্ট্রের টাকা, জঙ্গি সংগঠনের সহায়তা, বিভিন্ন বাহিনীর একাংশের সমর্থন — এসবের মাধ্যমে দেশে একটা কৃত্রিম অর্থনৈতিক উন্নয়নের ছবি আঁকা হয়েছে।
কিন্তু সেই উন্নয়নের ফল কারা ভোগ করছে? সাধারণ মানুষ নাকি একটা নির্দিষ্ট গোষ্ঠী? উত্তরটা হলো, একটা নির্দিষ্ট গোষ্ঠী, যারা অবৈধভাবে ক্ষমতায় বসেছে, যারা দেশের সম্পদ লুটে খাচ্ছে, যারা দেশের সাধারণ মানুষের রক্ত চুষে নিজেদের টাকার পাহাড় গড়ে তুলছে। এটাই ইউনুসের ম্যাজিক, এটাই বাংলাদেশ ২.০।(আওয়ামীলীগ পেইজ)