এক বল হাতে রেখে বাংলাদেশ তখন ম্যাচ জিতে নিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ডিজে বলে উঠলেন, ‘চিয়ার্স ফর বাংলাদেশ, জয় বাংলা’। এরপর গ্যালারির একটা পাশ থেকে স্লোগান উঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ দেখতে দুবাইতে বিপুল বাংলাদেশি সমর্থক উপস্থিত ছিলেন শনিবার। লক্ষনীয়ভাবে এদের অনেকে বিভিন্ন গণমাধ্যমের সামনে এসেও স্লোগান দিচ্ছিলেন।
শ্রীলঙ্কার ১৬৮ রান তাড়া করে বাংলাদেশ ৪ উইকেটে জেতার পর উৎসব করতে করতে বের হন সমর্থকরা। বেশ কিছু মিছিলে দেখা যায় ‘জয় বাংলা’ স্লোগান।
কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগানও। সংযুক্ত আরব আমিরাত ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর টুরিস্ট ভিসা বন্ধ করে রেখেছে। চালু আছে কেবল কয়েকটা ক্যাটাগরির বিশেষ ভিসা। এগুলো বন্ধ করা হচ্ছে বলে খবর বেরিয়েছে। এদিকে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা জানিয়েছেন, ‘ট্রান্সফার ভিসা বন্ধ থাকায় অনেক শ্রমিক বিপাকে আছেন। একটা কাজ থেকে আরেক কাজে যাওয়া যাচ্ছে না।’
সাইফুল ইসলাম নামের এক প্রবাসী স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘ইউনূস এই দেশে কয়েকমাস আগে আসার পর ট্রান্সফার ভিসাও বন্ধ হয়ে গেছে। উনি যেদিকে যাচ্ছে প্রবাসীদের কপাল পুড়ছে।’
বাংলাদেশের সার্বিক পরিস্থিতির অবনতিতে হতাশ প্রবাসীরা আগেই ভালো ছিলেন বলে জানান। সেই সঙ্গে এখানে থাকা আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা সুযোগ পেয়ে খেলার মাঠে স্লোগান দিয়েছেন। যে স্লোগানে সমর্থন সাধারণ দর্শকও।