বাংলাদেশে হঠাৎ করে বেড়ে গেছে মার্কিন সেনাবাহিনীর আনাগোনা। ভিন্ন নামে, ভিন্ন কায়দায় বারবার তাদের আগমনে প্রশ্ন উঠছে সচেতন মহলে। এদিকে বাংলাদেশের জন্মই চায়নি যেই দল, জামায়েতে ইসলামী; সেই দল এখন বাংলাদেশের রাজনীতিতে পূণর্বাসিত হতে চায় ‘ক্ষমা’ চাইবার অযুহাতে। এইসবের ভিড়ে, সব ষড়যন্ত্র আর মামলা-হামলার ভীতি উপেক্ষা করে রাজপথে মিছিল মিটিংয়ে ব্যস্ত আওয়ামীলীগ। এদিকে প্রতিবাদ প্রতিরোধের ভয়ে মুহম্মদ ইউনূস লাঠিয়াল বাহিনী নিয়ে যাচ্ছেন জাতিসংঘের সভায়। বন্ধ হচ্ছে টিসিবি আর বইমেলার সময় বদলে দিয়ে, হিজাব হিজাব স্লোগান দিয়ে বাংলাদেশকে কলঙ্কিত করছে ধর্মীয় দলগুলো।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।