সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি ড. ইউনূসকে ‘জঙ্গি সন্ত্রাসী’, ‘মানুষ হত্যাকারী’, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারী’ এবং ‘অর্থলোভী, ধূর্ত শৃগাল’ হিসেবে আখ্যায়িত করে তার হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন।
এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, অনেকেই ভেবেছিল ড. ইউনূস ক্ষমতায় এলে দেশে শান্তি আসবে এবং বিদেশি বিনিয়োগের স্রোত বইবে। কিন্তু তিনি দাবি করেন, “ইউনূসের আসল চেহারাটা আজকে শুধু বাংলাদেশে না, সারা বিশ্ববাসীর কাছেই উন্মোচিত। সে যে একটা জঙ্গি সন্ত্রাসী, সে যে মানুষ হত্যাকারী এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারী, এটা কিন্তু আজ স্পষ্ট।”
আওয়ামী লীগ সভাপতি অভিযোগ করেন যে, ড. ইউনূস আওয়ামী লীগের বহু নেতাকর্মী ও তাদের আত্মীয়স্বজনের বিরুদ্ধে মামলা দিয়েছেন।
শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি ড. ইউনূসকে শ্রমিক আদালতে দণ্ডিত আসামি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “শ্রমিকের অর্থ আত্মসাৎ করায় শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস।” এছাড়াও তিনি ড. ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং, ট্যাক্স ফাঁকি এবং দুর্নীতির অভিযোগ তোলেন।
শেখ হাসিনা আরও অভিযোগ করেন, ড. ইউনূস ক্ষমতায় এসে নিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন এবং ম্যানপাওয়ার ও ডিজিটাল ওয়ালেটের মতো ব্যবসা হাতিয়ে নিয়েছেন।
বক্তব্যের শেষে তিনি ড. ইউনূসকে ‘অর্থলোভী, ধূর্ত শৃগাল’ হিসেবে অভিহিত করে বলেন, “এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশের মানুষকে রক্ষা করতে হবে। এদের হাতে কেউ নিরাপদ না।”