মুজিবসৈনিকদের এই অদম্য সাহস আজ রাজনীতির ময়দানে এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কেউ গ্রেফতার হচ্ছে, কেউ রক্তাক্ত হচ্ছে, কেউবা মবের হিংস্রতায় শিকার। অসংখ্য তরুণ মাসের পর মাস বাড়িঘর ছেড়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। অথচ আশ্চর্যজনকভাবে—তাদের ভেতর ভয় নেই, আতঙ্ক নেই!
তারা দমে যাচ্ছে না; বরং রাজপথে নেমে আসছে, স্লোগানে গর্জে উঠছে। মিছিল থেকে সরাসরি নিজের আইডি থেকে লাইভ দিচ্ছে, আবার গর্বের সাথে দলবদ্ধ ছবি পোস্ট করছে।
যতই রাষ্ট্রীয় দমননীতি প্রয়োগ করা হচ্ছে, ততই তারা দৃঢ় হচ্ছে। যতই ভয় দেখানো হচ্ছে, ততই তাদের সাহস বিস্ফোরিত হয়ে উঠছে।
বাংলার রাজনীতির ইতিহাসে বারবার প্রমাণিত—দমন-পীড়ন আন্দোলনকে থামাতে পারেনি, বরং নতুন শক্তির জন্ম দিয়েছে। আজকের মুজিবসৈনিকরা সেই চেতনা নিয়েই দেখিয়ে দিচ্ছে—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে তারা প্রস্তুত, আর এই আগুন সহজে নেভানো যাবে না।