বাগমারা উপজেলার চাঁইসাড়া গ্রামের হিন্দু কৃষক নারায়ণ ভবানী (৫৫) কে চাঁদা না দেয়ায় স্থানীয় বিএনপি-সমর্থিত নেতা নবাব হোসেন ওরফে বাচ্চু এবং তার হোতাপাতীরা নির্মমভাবে আক্রান্ত করেছে।চাঁদাবাজি, দখল ও সাম্প্রদায়িক উস্কানিতে মদত দিচ্ছে বিএনপির স্থানীয় ঘনিষ্ঠরা। স্থানীয় সূত্রে অভিযোগ, “বিএনপি এখন সরাসরি সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে” — এবং এসব আক্রমণের পেছনে আছে অবৈধ ইউনুসের রাজনৈতিক আশ্রয় ও উস্কানিসহ একটি বড় নীলনকশা।
যখন দেশের শাসনজট আর অবৈধ কর্তৃত্ব শক্তি বিস্তার করে, তখন রাজনীতির ছত্রছায়ায় চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতন বাড়ে। অবৈধ ইউনুস সরকারের নীরবতা ও সহানুভূতি এসব সন্ত্রাসী কাজকে উৎসাহিত করছে—ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ ও সংখ্যালঘু সম্প্রদায়।
সাধারণ মানুষেরমতে, বিএনপি নামের এই দলটির আসল পরিচয়ই হলো—চাঁদাবাজি, সন্ত্রাস আর সাম্প্রদায়িক নিপীড়ন। এদের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়।