নিউ ইয়র্ক, ২৩ সেপ্টেম্বর ২০২৫: নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গতকাল সন্ধ্যায় যে দৃশ্য সৃষ্টি হয়েছে, তা কেবল একটি রাজনৈতিক সংঘর্ষ নয়—এটি গত এক বছর ধরে বাংলাদেশে চলমান শোষণ, হত্যাকাণ্ড, মব সন্ত্রাস এবং লুটপাটের বিরুদ্ধে এক বিশাল জাতীয় ক্ষোভের প্রতীক।
গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রতিনিধিদল যখন জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে অংশগ্রহণের উদ্দেশ্যে নিউ ইয়র্কে পৌঁছালেন, তখনই বিমানবন্দরের গেটের বাইরে একদল আওয়ামী লীগ সমর্থক তাদের অভ্যর্থনা করলেন ক্ষোভের ঝড়ে।
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, যখন তাকে ‘রাজাকারের দোসর’ বলে চিৎকার করে স্লোগান দেওয়া হচ্ছিল। এনসিপির সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি ড. তাসনিম জারার প্রতি মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু নারী হিসেবে তার প্রতি শারীরিক হামলা থেকে আওয়ামী লীগের কর্মীরা বিরত থেকেছেন।
এনসিপির প্রবাসী জোট (ডায়াসপোরা অ্যালায়েন্স) এই ‘হীন আচরণ’ কে নিন্দা করে এক বিবৃতিতে বলেছে, “এটি কেবল রাজনৈতিক হিংসা নয়, বরং সরকারের কূটনৈতিক মর্যাদা রক্ষায় ব্যর্থতার প্রমাণ।” আখতার হোসেন নিজে এক সংবাদ সম্মেলনে বলেন, “আওয়ামী লীগের এই ভয়াবহতা বাংলাদেশে যা তারা করেছে, তা বিদেশে চালিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু আমরা ভয় পাই না—জাতি একত্রিত হয়েছে, তারা আর ফিরে আসতে পারবে না।”
তাসনিম জারা যোগ করেন, “এটি নারী রাজনীতিবিদদের প্রতি আওয়ামী লীগের সেই পুরনো শত্রুতারই প্রতিফলন। আন্দোলনের সামনে দাঁড়ানো নারীদের তারা সর্বদা লক্ষ্যবস্তু করেছে। কিন্তু এটি আমাদের থামাতে পারবে না।”
এই প্রতিবাদের পটভূমি গত এক বছরের বাংলাদেশের ইতিহাস—যা রক্তাক্ত। গত এক বছরে আওয়ামীলীগের নেতাকর্মিদের উপর হওয়া মব সন্ত্রাস, বাড়ি লুটপাট, হত্যা, কারা নির্যাতন ও নারী কর্মিদের উপর হওয়া অত্যাচার ও পুঞ্জিভূত ক্ষোভের প্রকাশ।