সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় কারা হেফাজতে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় নেতৃত্ব বলেছে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং বিভিন্ন পন্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে।
আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ বিবৃতিতে উল্লেখ করা হয়, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দিনের পর দিন অন্যায়ভাবে আটক রাখা হচ্ছে। যদিও কারাগার সাধারণত নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হয়, সেখানে অনেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, “কারা হেফাজতে লাশের মিছিল প্রতিদিনই বেড়ে চলেছে। সম্প্রতি সিলেট, মৌলভীবাজার ও গাইবান্ধা জেলায় এমন হত্যার ঘটনা ঘটেছে। যদিও মানুষের মধ্যে উদ্বেগ এবং স্বজনহারাদের আর্তনাদ আছে, তবুও অবৈধ দখলদার সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, বিভিন্ন কায়দায় নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। একটি মামলায় জামিন পাওয়া গেলেও অন্য মামলায় হঠাৎ গ্রেফতার দেখিয়ে আটক রাখা হয়। এভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্নাকে (মুন্না চেয়ারম্যান) হত্যার ঘটনা ঘটেছে।
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং কর্তৃক পরিকল্পিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং প্রত্যয় ব্যক্ত করছি যে, আগামীর বাংলাদেশে এ সকল হত্যাকাণ্ডের বিচার হবে, ইনশাল্লাহ।”