এ কোন্ সংস্কৃতি এরা শুরু করলো! সভ্যতার কোন্ ব্যারোমিটার কি আছে তা পরিমাণ করবার!? প্রতিহিংসা এতোটা নিচুস্তরের হয় তা ফাচুকীকে উপদেষ্টা না বানালে দেখা হতোনা। কাক যত উপরেই উঠুক না কেন; কাকের নজর নীচের দিকেই থাকে। ছিঃ ফারুকী ছিঃ!
পদক ফেরত নিয়ে সেলিম আল দীনের সকল স্মৃতিচিহ্ন তাঁর স্মৃতি জাদুঘরে জমা দেয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, যাতে করে এক দিশলায়ের কাঠির ঠোকায় একদিন জঙ্গিরা সব একসাথে জ্বালিয়ে দিতে পারে।